আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধোনি- CSK অধিনায়কের অজানা কাহিনি শোনালেন ওয়াটসন

শুভব্রত মুখার্জি: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মাথা তাঁর সাফল্যের অন্যতন চাবিকাঠি। পরিস্থিতি যত প্রতিকূল হোক না কেন মাহি কিন্তু বরাবর থেকেছেন 'কুল'। যে কারণেই তিনি জনপ্রিয় হয়েছেন 'ক্যাপ্টেন কুল' নামে। ২২ গজে খেলা চলাকালীন বা ২২ গজের বাইরে তিনি কোনও দিন সেই ভাবে তাঁর আবেগের বহিঃপ্রকাশ ঘটাননি। তবে এ বার ধোনির আবেগপ্রবণ হয়ে পড়ার কাহিনী শুনিয়েছেন তাঁর এক সময়কার সতীর্থ তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী শেন ওয়াটসন। কী ভাবে ধোনি কথা বলার পরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সেই অজানা কাহিনীই শুনিয়েছেন শেন ওয়াটসন।

আরও পড়ুন: শ্রেয়সের বদলে একাদশে জাদেজা? শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন কে?

এই মুহূর্তে শেন ওয়াটসন কাতারে রয়েছেন । তিনি ব্যস্ত লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের দলের (সিএসকের) যখন প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, তখন একটা মুহূর্ত আসে যখন এমএস ধোনি দাঁড়িয়ে পড়েন। কথা বলা শুরু করেন। ধোনিকে দেখে বোঝা যাচ্ছিল বিষয়টি তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ। ও আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সিএসকের সঙ্গে ফের যুক্ত হওয়া, ওর ফিরে আসাটা ওঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা সহজেই বোঝা যাচ্ছিল।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গিয়ে অনেক কিছু শিখতে পারবেন- IPL নয়, BBL-কেই সেরা বলছেন বাবর

ওয়ানটসন আরও যোগ করেন, ‘ঠিক এর পরের ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ডোয়েন ব্র্যাভো। প্রায় হারের মুখ থেকে আমাদেরকে ফিরিয়ে জয়ের রাস্তায় নিয়ে আসে ও। ওই ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। আমাদের মধ্যে এই বিশ্বাস দানা বেঁধেছিল যে, আমাদের হাতে দল রয়েছে, আমাদের হাতে ক্রিকেটার রয়েছে কঠিন পরিস্থিতিতেও ম্যাচ জেতার। ধোনি এবং স্টিফেন ফ্লেমিং অনবদ্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল। যেখানে তোমার কাজ ছিল খেলা। পাশাপাশি খেলাটাকে উপভোগ করে খেলা। আমরা কখনও ফলাফল নিয়ে আলোচনা করিনি। আমরা যেন ওখানে ছিলাম নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমাদের হাতে দুর্দান্ত ক্রিকেটারদের একটা গ্রুপ ছিল। তাঁরা নিজেদের মধ্যে পরিবারের মতন হয়ে গিয়েছিল। আমার কাছে ওই সময়টা খুব স্পেশ্যাল ছিল।’

2023-03-16T14:57:25Z dg43tfdfdgfd