টালিগঞ্জের নামী পরিচালকের সিনেমার প্রযোজক, এবার আটক শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার এবং টলিউডের প্রযোজক অয়ন শীলকে দিনভর জেরার পর আটক করল ইডি। এ দিন চুঁচুড়ায় শান্তনু ঘনিষ্ঠ এই প্রোমোটারকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন ইডি কর্তারা৷ তার পরেই রাতে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়৷

ইডি সূত্রে খবর, শান্তনুর যে আবাসন, অতিথিশালা, রিসর্টের খোঁজ মিলেছে, তার অধিকাংশের নির্মাণের দায়িত্ব ছিল এই অয়ন শীলের উপর৷ নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া টাকাই অয়নের মাধ্যমে শান্তনু প্রোমোটিং এবং টলিউডে ঢেলেছিলেন কি না, তা জানতে চান ইডি কর্তারা৷

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদের জন্য বলাগড় থেকে শান্তনুর ছায়াসঙ্গীকে আটক করল ইডির অধিকারীকরা

অয়ন শীল নামে এই প্রোমোটার সল্টলেকের একটি বাড়িতে প্রায় সাড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন৷ সেখানে তাঁর একটি প্রোডাকশন হাউজের অফিসও ছিল৷ এই অয়ন শীলই টলিউডের একটি বিখ্যাত পরিচালকের একটি সিনেমাও প্রযোজনা করেন বলে সূত্রের খবর৷ তৈরি হলেও সেই ছবিটি অবশ্য শেষ পর্যন্ত রিলিজ করেনি৷

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে মহা বিপাকে শান্তনু! তালা ভেঙে বাড়ি-রিসর্টে চলছে ইডির চিরুনি তল্লাশি, কী উদ্ধার হল?

এ দিন সকালে অয়ন শীলকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি৷ কিন্তু সেখানে না গিয়ে তিনি চুঁচু়ড়ায় চলে যান৷ সেখানেই অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা৷

প্রোমোটিং ব্যবসা ছাড়াও অয়ন শীলের একটি পেট্রোল পাম্পও রয়েছে বলে জানা গিয়েছে৷ ২০১৭ সালে চুঁচুড়ায় চল্লিশটি ফ্ল্যাট নিয়ে একটি আবাসন তৈরি করেন অয়ন শীল৷ সেই আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন শান্তনুও৷ এ দিন বলাগড়ে শান্তনুর রিসর্ট, অতিথিশালাতেও হানা দেয় ইডি-র দল৷ সেখানেও শান্তনু ঘনিষ্ঠ কয়েকজনকে দীর্ঘক্ষণ জেরা করা হয়৷

2023-03-18T17:08:32Z dg43tfdfdgfd