বুড়ো বয়সে বেপোরোয়া স্টান্ট, VIRAL VIDEO দেখে তাজ্জব সকলে

বুড়ো বয়সে ভীমরতি, চলন্ত বাইকে বেপোরোয়া স্টান্ট, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা। চলন্ত বাইকে এমন স্টান্ট দেখে রীতিমত তাজ্জব নেটপাড়া। এই বয়সে দাঁড়িয়ে তিনি যা করেছেন তা কল্পনাও করা যায় না বলছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে স্টান্টের একাধিক ভিডিও। শিশুদের পাশাপাশি বয়স্করাও সোশ্যাল মিডিয়ায় জারি রেখেছে তাণ্ডব। কখনও কখনও কোনও বয়স্ক ব্যক্তিকে মজার ছলে নাচ করতে অথবা সাইকেল নিয়ে স্টান্ট দেখাতে দেখা যাচ্ছে। কিন্তু যে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বাইক নিয়ে বেপোরোয়া স্টান্ট করছেন এক বৃদ্ধ। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ বাইক নিয়ে বেপোরোয়া স্টান্টে মগ্ন। বাইকের হ্যাণ্ডেল ছেড়ে তারওপর নাচতে শুরু করে।

ভাইরাল এই ভিডিওটি ajit_navghane_official_07 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত প্রায় ২ লাখ ভিউ এবং লাইক পেয়েছে। সেই সঙ্গে নেটিজেনদের কাছ থেকেও প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

2023-03-24T08:28:04Z dg43tfdfdgfd