ট্যুইটারের সোর্স কোড ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। যা নিয়ে মহাবিপাকে ট্যুইটার কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, কোনও প্রাক্তণ কর্মীরই কাজ এটা। ইন্টারনেট হোস্টিং সংস্থা গিটহাবে ফাঁস হয়ে যায় টুইটারের বেশ কিছু সোর্স কোড। যদিও ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা নামিয়ে ফেলা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্যুইটারের সোর্স কোড ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। যা নিয়ে মহাবিপাকে ট্যুইটার কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, কোনও প্রাক্তণ কর্মীরই কাজ এটা। ইন্টারনেট হোস্টিং সংস্থা গিটহাবে ফাঁস হয়ে যায় টুইটারের বেশ কিছু সোর্স কোড। যদিও ফাঁস হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা নামিয়ে ফেলা হয়। টুইটারের যে কোনো অ্যাপ্লিকেশনের মূল অংশ এই কোড। একটি অনলাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গিটহাবে প্রায় "কয়েক মাসের জন্য" এই কোড ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া সংস্থা একটি "কপিরাইট লঙ্ঘনের নোটিস" দায়ের করার পরে তা সরিয়ে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন, Gordon Moore Death: ৯৪ বছর বয়সে মৃত্যু হল একটি স্বপ্নের, একটি বিপ্লবের, একটি যুগেরও...
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্যুইটার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের জন্য মার্কিন জেলা আদালতকে ব্যবহারকারীর পরিচয় প্রকাশ করার জন্য GitHub আদেশ দিতে বলেছে, যা আপাতদৃষ্টিতে "FreeSpeechEnthusiast" নামে পরিচিত টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক নিজেকে একজন 'স্বাধীন বাক স্বাধীনতাবাদী' বলে উল্লেখ করেছেন
আরও পড়ুন, আয় হয়নি-লাভ নেই, বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের কোপ এবার অ্যাকসেনচারে
2023-03-27T10:12:37Z dg43tfdfdgfd