ক্যানসার মুক্ত হলেন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা

টেনিস সহ ক্রীড়া জগতের জন্য সুখবর। কিংবদন্তি টেনিস প্লেয়ার মার্টিনা নাভ্রাতিলোভা ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। এই খবর নিজেই জানিয়েছেন তিনি। বছরের শুরুতে জানুয়ারি মাসে তিনি সকলকে জানান দ্বিতীয়বারের জন্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখন থেকেই তাঁর ভক্ত এবং ক্রীড়ামহল মার্টিনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। 

গত জানুয়ারি মাসে সকলকে জানান, গলা এবং স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। যখন মার্টিনা এই বিষয়ে জানেন, তখন ক্যানসার প্রথম স্তর দানা বাধে তাঁর শরীরে। সকলেই আশা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে চাপা উত্তেজনা ছিল। চিকিৎসক থেকে ভক্তদের কাছে সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাঁর বয়স। ৬৬ বছর বয়সি এই তারকা প্লেয়ার সব প্রতিবন্ধকতা কাটিয়ে ফিরে এসেছেন।

চেকোস্লোভাকিয়ার প্রাগে জন্মগ্রহণ করেন তিনি। চেক-আমেরিকান এই টেনিস প্লেয়ার তাঁর খেলোয়াড়ই জীবনে জিতেছেন ৫৯টি গ্ল্যান্ড স্লাম শিরোপা। সিঙ্গলস জিতেছেন ১৮টি। সিঙ্গলস এবং ডাবলসে সর্বকালের সেরা খেলোয়াড় ধরা হয় তাঁকে। ২০০৬ সালের টেনিস খেলাকে বিদায় জানান তিনি। এক সাক্ষাৎকারে মার্টিনা নিজেরে সুস্থতার কথা প্রকাশ করে বলেন, 'চিকিৎসকরা আমাকে জানিয়েছেন আমি ক্যানসার মুক্ত। তবে এখনও আমাকে কিছু ডাক্তারি প্রক্রিয়ার মধ্যে থেকে যেতে হবে। ওরা বলেছে আমাকে রেডিয়েশন দিতে হবে। তবে এটা দীর্ঘ প্রক্রিয়া নয়। খুব বেশি হলে কয়েক সপ্তাহ এই প্রক্রিয়া চলবে।'

তিনি আরও বলেন, ‘আমি লক্ষ্য করি গলার বাঁ-দিকে ফুলে যাচ্ছে। তখন আমি ভেবেছিলাম, ভ্যাকসিন নেওয়ার জন্য এমনটা হচ্ছে। কিন্তু কোনও ভাবেই তা না কমায়, কয়েক সপ্তাহ পর আমি চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করি। এবং সেখানে বায়োপসি করার পর ক্যানসার ধরা পড়ে। তবে এই সময়টা আমার কাছে খুব কঠিন ছিল। যা বলে বোঝানো যাবে না। বিশেষ করে প্রথম সপ্তাহে কেমো দেওয়া হয়, যা সত্যি যন্ত্রণাদায়ক। তারপর ধীরে ধীরে সব কিছু সয়ে যায়।’

গত বছরের নভেম্বর মাসে তাঁর ক্যানসার ধরা পড়ে। তবে তিনি তা সকলকে জানিয়েছিলেন জানুয়ারি মাসে। চার মাসের ব্যবধানে ফের সুস্থ হয়ে উঠেছেন তিনি। উল্লেখ্য এর আগেও এই টেনিস সুন্দরী ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। টেনিসের অন্যতম সেরা খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভা সেই সময়েও নিজের খেলোয়াড়ই মানসিকতার পরিচয় দেন। হাল না ছাড়ার মানসিকতা নিয়ে ক্যানসারকে হারিয়েছিলেন তিনি। এবারও সেই একই পথে হাঁটলেন তিনি। ক্যানসারকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন এই টেনিস তারকা।

2023-03-21T09:44:54Z dg43tfdfdgfd