3 IDIOTS SEQUEL: থ্রি ইডিয়টস ফিরছে? ইনস্টাগ্রামে কোন ইঙ্গিত দিলেন করিনা?

বড় চমক! ফিরতে চলেছে থ্রি ইডিয়টস? তেমনই অন্তত ইঙ্গিত দিলেন করিনা। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে সকলকে রীতিমত অবাক করে দিলেন। না, যদিও তিনি সোজাসুজি বলেননি যে এই ছবি আসছে, কিন্তু ইঙ্গিত দিয়েছেন।

২৪ মার্চ, শুক্রবার করিনা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে বলেন 'আমি যখন ছুটি কাটাতে বাইরে গিয়েছিলাম তখন কিছু তো একটা খিচুড়ি তৈরি হয়েছে। এই তিনজন কিছু তো ঘোট পাকিয়েছে।' তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'একটা প্রেস কনফারেন্সের ছবি ভাইরাল হয়েছে, সেটা সেই সিক্রেটের যা এই তিনজন আমাদের সবার থেকে আড়াল করছে। কিছু তো গন্ডগোল আছেই! আর প্লিজ এটা বলবেন না যে এটা শরমনের আগামী ছবির প্রমোশন। আমার মনে হয় ওরা সিক্যুয়েলের প্ল্যানিং করছে। কিন্তু কেবল ওরা তিনজন। আমাকে ছাড়া! কীভাবে এটা হতে পারে? আমার মনে হয় বোমানও জানে না। দাঁড়ান এখুনি ওকে ফোন করে জিজ্ঞেস করি ব্যাপারটা কী?'

অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে তাঁকে একটি সাদা রঙের শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর মাথার উপর আমির খান, শরমন যোশী এবং আর মাধবনের ছবি অর্থাৎ থ্রি ইডিয়টসের ছবি। সঙ্গে আবার ইডিয়টস শব্দটিও লেখা। ফলে সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এই সুপার হিট ছবির সিক্যুয়েল আসার। কিন্তু তাতে কি করিনা এবং বোমান থাকবে না? তাহলে গল্প এগোবে কোন দিকে? সেটা তো সময়ই বলবে।

আপাতত অভিনেত্রী এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমায় ছাড়া ওরা এটা কীভাবে করতে পারে? বোমান ইরানি তোমার থেকেও কি এটা আড়াল করে রাখা হয়েছে?'

অনেকেই তাঁর এই পোস্টে ইতিমধ্যে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'কী! প্লিজ জানান কী হচ্ছে?' এক ব্যক্তি মজা করে লেখেন, 'কারণ আপনি বুড়ি হয়ে যাচ্ছেন।' তবে অনেকে যতই এই ছবির খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করুক না কেন, কেউ কেউ আবার আপত্তিও জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'প্লিজ এই ছবির সিক্যুয়েল বানাবেন না, এটা একটা ক্লাসিক ছবি।'

2023-03-24T09:54:55Z dg43tfdfdgfd