AIR HOSTESS DEATH: বহুতল থেকে পড়ে মৃত্যু বিমানসেবিকার, গ্রেফতার বয়ফ্রেন্ড, বেঙ্গালুরুর কোরামঙ্গলার ঘটনায় চাঞ্চল্য

এক মর্মান্তিক ঘটনা ঘিরে বাগিচা শহর বেঙ্গালুরুতে চাঞ্চল্য। শহরের এক বহুতল অ্যাপার্টমেন্টের চারতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পেশায় বিমানসেবিকা অর্চনা ধিমানের এই মৃত্যু ঘিরে বহু প্রশ্ন উঠছে। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে তাঁর বয়ফ্রেন্ডকে। 

উল্লেখ্য, ২৮ বছরের অর্চনার মৃত্যুতেত তাঁর বয়ফ্রেন্ড আদেশকে গ্রেফতার করেছে পুলিশ। আদেশের বিরুদ্ধে অর্চনাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে ফেলে খুনের অভিযোগ রয়েছে। বেঙ্গালুরুর কোরামঙ্গলার রেনুকা রেসিডেন্সিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ওই অ্যাপার্টমেন্টেই থাকতেন অর্চনার বয়ফ্রেন্ড। এদিকে, হিমাচল প্রবেশের নিবাসী অর্চনার মৃত্যুতে তাঁর বাবা আদেশের বিরুদ্ধে দায়ের করেছেন অভিযোগ। অর্চনার বাবার দাবি, আদেশই তাঁর মেয়েকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আদেশকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, আদেশকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি পুলিশকে জানান, শনিবার ওই অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ছিলেন অর্চনা। তখনই সেখান থেকে পা পিছলে পড়ে যান তিনি। এরফলেই অর্চনার মৃত্যু হয় বলে দাবি করেছেন আদেশ। উল্লেখ্য, শহরের এক নামি প্রযুক্তি সংস্থায় কর্মরত আদেশ। আর অর্চনা পেশায় বিমাবসেবিকা। জানা যায়, দুবাইয়ের এক আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থায় কর্মরত ছিলেন অর্চনা। (আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, পাহারায় বিশেষ ব্যবস্থা, বিধি একনজরে)

তথ্য বলছে, অর্চনার সঙ্গে আদেশের সম্পর্ক ছয় মাসের। দু'জনে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর থেকেই প্রেম। জানা গিয়েছে, তাঁদের মধ্যে কিছু ঝামেলা চলছিল। তবে তাঁরা সম্পূর্ণভাবে ব্রেক আপ করেননি। এমনই তথ্য জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে কেরামঙ্গলার ফোরাম মল থেকে তাঁরা ফিল্ম দেখে দু'জনে ফিরেছিলেন। তারপর থেকেই শুরু হয় বচসা। গভীর রাত পর্যন্ত সেই বচসা চলে বলে জানা যায়। পুলিশ বলছে, অর্চনার বাবা এই ঘটনায় তাঁর বয়ফ্রেন্ড আদেশকেই সন্দেহ করেছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘তদন্ত শুরু হয়েছে, তার ভিত্তিতেই চার্জশিট তৈরি হবে।’ জানা গিয়েছে আদেশ, কেরলের বাসিন্দা। এমবিএ গ্র্যাজুয়েট আদেশ একটি প্রাইভেট ফার্মে কর্মরত ছিলেন। এদিকে, অর্চনা বেঙ্গালুরুর একটি বিমান পরিষেবা সংস্থায় কিছুদিন আগে কর্মরত ছিলেন। কয়েকমাস আগেই তিনি দুবাইয়ের সংস্থায় যোগ দেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

2023-03-14T02:20:05Z dg43tfdfdgfd