AKANKSHA DUBEY: সুইসাইডের আগে কী করছিলেন অভিনেত্রী আকাঙ্খা? সামনে এল VIDEO

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আকাঙ্খা দুবের রহস্য মৃত্যু সকলকে অবাক করেছে। বারাণসীর সারনাথ থানা এলাকার এক হোটেল থেকে আকাঙ্খার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই পদক্ষেপ অভিনেত্রী কেন নিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। জানা গিয়েছে যে শনিবার ২৫ মার্চের রাতে আকাঙ্খা জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হন। অনেক রাতে এরপর তিনি ফিরে আসেন। 

আকাঙ্খা দুবের মেকআপ আর্টিস্ট রাহুল ও হেয়ার ড্রেসার রেখা মৌর্য অভিনেত্রীর বিষয়ে বড় খবর ফাঁস করেন। তাঁরা জানান যে শনিবার ২৫ মার্চের রাতে আকাঙ্খা জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বের হন। সেই সময় তাঁর মেজাজ ভালোই ছিল। তাঁকে দেখে বোঝা যাচ্ছিল না যে তিনি কোনও ধরনের অশান্তির মধ্যে রয়েছে বা কোনও কিছুর ভয় রয়েছে। অভিনেত্রী নিজের শর্তে বাঁচতেন। এছাড়া আকাঙ্খা তাঁর সহকর্মীদের খুব যত্ন নিতেন। তাঁদের নিজের পরিবার হিসাবেই ভাবতেন। 

আরও পড়ুন: হোটেল রুমে আত্মহত্যা জনপ্রিয় অভিনেত্রীর, ব্য়াপক শোরগোল

জন্মদিনের পার্টিতে যাওয়ার আগে আকাঙ্খা তাঁর রিল ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। এরপরই কেন এত বড় পদক্ষেপ তিনি নিতে গেলেন সে সম্পর্কে সঠিক কোনও তথ্য নেই। 

 

আরও পড়ুন: একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা, বিয়ে-ডিভোর্স; বর্তমানে কার সঙ্গে ঘর বেঁধেছেন নোবেল ?

পুলিশ জানিয়েছে যে একটি সিনেমার শ্যুটিংয়ের কারণে আকাঙ্খা দুবে বারাণসী এসেছিলেন। তিনি সারনাথ থানা এলাকার সুমেন্দ্র রেসিডেন্সিতে থাকছিলেন। এই হোটেলের ১০৫ নম্বর ঘরে তিনি থাকতেন বলে জানা গিয়েছে। অভিনেত্রীর রুমের দরজা রবিবার অনেক বেলা পর্যন্ত না খোলায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর মাস্টার কি দিয়ে রুম খুলে দেখা যায় যে পাথা থেকে ঝুলছে আকাঙ্খা দুবের দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয় এবং এই ঘটনার তদন্ত শুরু করে। 

2023-03-26T16:02:27Z dg43tfdfdgfd