HUMAN SACRIFICE: সন্তানের অসুস্থতা কাটাতে তুতো ভাইয়ের নরবলি! শিউরে ওঠার মতো ঘটনা উত্তরপ্রদেশে

এক দশ বছরের বালককে তন্ত্র সাধনার নামে খুন করার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, এক তন্ত্রসাধক এই হত্যা কাণ্ড চালাতে উস্কানি দিয়েছেন ওই ব্যক্তিদের। উত্তরপ্রদেশের পারসা গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ কৃষ্ণা বর্মার সন্তান বিবেক। পারসা গ্রামের এই ছোট্ট বাসিন্দা বিবেককে খোঁজ করেও না পাওয়া গেলে, শেষে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। তখনই শুরু হয় খোঁজ। এদিকে, দেখা যায়, দূরে একটি মাঠের মধ্যে গলা কাটা অবস্থায় ১০ বছরের এক শিশুর দেহ পড়ে রয়েছে। পুলিশ সেখানে গেলে দেখা যায় ওই দেহ ১০ বছরের বিবেকের। অভিযোগ রয়েছে, যে বালকের মৃত্যু হয়েছে, তার তুতো দাদা এই ঘটনার নেপথ্যে রয়েছে। অভিযোগ এটাই যে, বিবেকের তুতো দাদা অনুপের ছেলে বহুদিন ধরে অসুস্থ। অনুপের আড়াই বছরের ছেলে মানসিকভাবেও ভারসাম্যহীন। বহুদিন ধরে সে অসুস্থ। যখন সমস্ত চিকিৎসা করেও অনুপ তাঁর ছেলেকে সুস্থ করতে পারেননি, তখনই তিনি ওই তান্ত্রিকের দ্বারস্থ হন বলে খবর। ( OBC কোটা থেকে মুসলিমদের সরানোর কারণ ব্যখ্যা শাহের, ভোটমুখী কর্ণাটকে ঝোড়ো প্রচার)

( 'হয় ইমরান খুন হবেন, নয় আমরা', পাকিস্তানের রাজনীতির পারদ চড়িয়ে কে বললেন একথা?)

  অভিযোগে জানা গিয়েছে, এরপরই ওই তান্ত্রিক অনুপের তুতো ভাই বিবেককে খুন করার কথা বলেন। ওই তান্ত্রিক তন্ত্রসাধনা করে নরবলির পরামর্শ অনুপকে দিয়েছিল বলে অভিযোগ। সেই তান্ত্রিকের পরামর্শেই বিবেকের কাকা চিন্তারাম বিবেককে খুন করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ধারালো কোনও অস্ত্র দিয়ে বিবেককে খুন করা হয়েছে। জানা গিয়েছে, ওই তান্ত্রিক সমেত, অনুপ ও চিন্তারামকে গ্রেফতার করেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

2023-03-27T11:12:43Z dg43tfdfdgfd