SALMAN-KATRINA: ভিকির আপত্তি! ‘টাইগার ৩’ হতে চলেছে সলমান-ক্যাটরিনা জুটির শেষ ছবি!

Salman-Katrina: ভিকি কৌশল চান না যে, ক্যাটরিনা আর কাজ করুক সলমানের সঙ্গে। সেই কারণেই টাইগার থ্রিয়ের পর সলমান খানের সঙ্গে আর কোনও সিনেমা সাইন করছেন না ক্যাটরিনা কাইফ। ভাইরাল চিত্র সমালোচকের ট্যুইট। 

Salman Khan, Katrina Kaif, Tiger 3, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ট্যুইট ঘিরে জোর জল্পনা। টাইগার থ্রিয়ের পর আর একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে না সলমান খান ও ক্যাটরিনা কাইফকে। এই খবরেই সরগরম টিনসেল টাউন। ভাইরাল হওয়া এক ট্যুইটের দাবি ভিকি কৌশল চান না যে, ক্যাটরিনা আর কাজ করুক সলমানের সঙ্গে। সেই কারণেই টাইগার থ্রিয়ের পর সলমান খানের সঙ্গে আর কোনও সিনেমা সাইন করছেন না ক্যাটরিনা কাইফ। আর এই ট্যুইট দেখেই মন ভেঙেছে ফ্যানেদের।

আরও পড়ুন- Bonny-Saurav: এবার বনির মুখোমুখি সৌরভ, ‘সবার সঙ্গে ভালো সম্পর্ক’, দাবি অভিনেতার...

চিত্রসমালোচক উমাইর সান্ধু টুইটে লেখেন, ‘‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’ সলমন খানের সঙ্গে তাঁর শেষ সিনেমা। এর পর তাঁর সঙ্গে আর কোনও কাজ করবেন না।’’ টাইগার ফ্র্যাঞ্জাইজিতে টাইগারের মতোই জনপ্রিয় জোয়া চরিত্রটি। সেই চরিত্রেই সলমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্যাটরিনা। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছে এই জুটি। তাঁদের বাস্তবের প্রেম ও রসায়ন যে পর্দাতেও তার ছাপ ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই এই জুটির প্রেমে পড়েছে কোটি কোটি দর্শক। তবে বাস্তবের সেই প্রেম ভেঙেছে।

২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ। তাঁদের এখন সুখের সংসার। অন্যদিকে ক্যাটরিনার পরে লুলিয়া ভান্তুরের প্রেমে পড়েন সলমান, এমনই গুঞ্জন শোনা যায়। তবে বিয়ের পরেও পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা গেছে ক্যাট ও সলমানকে। এমনকী বিয়ের কয়েকদিন পরেই সলমানের সঙ্গে তুরস্কে শ্যুট করতে পাড়ি দিয়েছিলেন ক্যাটরিনা। তবে এবার শোনা যাচ্ছে, আর সলমানের সঙ্গে কাজ করতে রাজি নন অভিনেত্রী। ভিকির মানাতেই এই সিদ্ধান্ত নিচ্ছেন ক্যাটরিনা। তবে এই বিষয়ে এখনও অবধি কোন মন্তব্য করেননি ক্যাট বা সলমান।

আরও পড়ুন- Smriti Irani: ‘গর্ভপাতের পরের দিনই একতার ধারাবাহিকের শ্যুটে আসতে বাধ্য করা হয়েছিল’, বিস্ফোরক স্মৃতি...

টাইগার থ্রি নিয়ে দর্শকের মনে উন্মাদনা তুঙ্গে। এই ছবিতে ফের একসঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে সলমান খান ও শাহরুখ খানকে। শোনা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের সেই সেট তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪৫ দিন। খুব শীঘ্রই অর্থাৎ আগামী মাসে সেই দৃশ্যের শ্যুটিং করবেন সলমান ও শাহরুখ। কিছুদিন আগেই বিদেশে শ্যুটিংয়ের মাঝে টাইগারের সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। সেই সব ছবিতে ভয়ানক বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে দেখা যায় সলমান খানকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল সেই সব ছবি।  

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

2023-03-25T16:27:51Z dg43tfdfdgfd