SHAH RUKH KHAN: 'পুরো ইন্ডাস্ট্রি চেয়েছিল শাহরুখ শেষ হয়ে যাক! ফ্লপ ছবি বলেছিল রা ওয়ানকে', বিস্ফোরক অনুভব সিনহা

কেরিয়ারের ওঠা-পড়া কখনওই দমিয়ে রাখতে পারেনি শাহরুখকে। প্রকৃত অর্থেই তিনি বলিউড বাদশা। অথচ তাঁকেই কিনা ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হতে হয়েছিল! বিশ্বাস না হলেও এমনই বিস্ফোরক তথ্য দিয়েছেন পরিচালক অনুভব সিনহা। 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের ওঠা-পড়া কখনওই দমিয়ে রাখতে পারেনি শাহরুখকে। প্রকৃত অর্থেই তিনি বলিউড বাদশা। অথচ তাঁকেই কিনা ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হতে হয়েছিল! বিশ্বাস না হলেও এমনই বিস্ফোরক তথ্য দিয়েছেন পরিচালক অনুভব সিনহা। 

আরও পড়ুন, Paul Grant death: প্রয়াত স্টার ওয়ারস খ্যাত অভিনেতা, স্টেশনের বাইরে থেকে উদ্ধার পল গ্র্যান্ট

আরও পড়ুন, Akshay Kumar Death: নিজের ঘরেই আত্মঘাতী অক্ষয় কুমার! যে খবর বিশ্বাস হচ্ছে না অনুরাগীদের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

2023-03-21T06:30:46Z dg43tfdfdgfd