SILIGURI NEWS: গোটা পরিবার অসুস্থ, চার সদস্যই শয্যাশায়ী! শিলিগুড়ির সূত্রধর পরিবারের একমাত্র সম্বল সাহায্যের হাত

জিতেন সূত্রধরের বয়স হয়েছে। এদিকে কয়েক মাস আগে দুর্ঘটনায় তিনিও কাজের ক্ষমতা হারিয়েছেন। আশা ছিল ছেলে-মেয়ে বড় হয়ে তাঁদের দেখভাল করবে। মেয়ে তাপসী কিছুদিন আগে স্নাতক পাস করেন। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে সম্পূর্ণভাবে শয্যাশায়ী অবস্থায় তাঁর দিন কাটছে। ছেলে দীপঙ্কর উচ্চমাধ্যমিক পাস করার পর আদালতে মুহুরির কাজ করতেন। কিন্তু তিনিও হঠাৎই পক্ষঘাতগ্রস্থ হয়ে পড়েন।

2023-03-16T11:51:34Z dg43tfdfdgfd