Satabdi Roy on Anubrata Mondal: কেষ্টকে ‘মিস’ করছেন না শতাব্দী, অন্য অর্থ না-করার অনুরোধও
কাজের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে আর মিস করছেন না। একথা বলেই অবশ্য মজা করছি বললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রবিবার, 26 মার্চ, এই প্রথম বীরভূমে কোর কমিটির বৈঠক হল বোলপুর দলীয় কার্যালয়ে। সেখানে কোর কমিটির 9 জন সদস্য- সহ পর্যবেক্ষক হিসাবে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। কোর কমিটির বৈঠক শেষে দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই বললেন তৃণমূল নেতারা ৷ জানুয়ারি মাসে 'অনুব্রতহীন' বীরভূম সফরে এসে সাংগঠনিক হাল ধরার জন্য 9 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোর কমিটি গঠনের পর থেকে একবারও বৈঠক হয়নি ৷ যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোর কমিটিরই কয়েকজন সদস্য ৷ সদ্য বীরভূম নিয়ে কালীঘাটে বৈঠক করেন দলনেত্রী ৷ সেখানে কোর কমিটিকে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই মতো এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয় ৷ সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায় -সহ 9 জন সদস্যই উপস্থিত ছিলেন ৷ পর্যবেক্ষক হিসাবে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ছিলেন ৷ প্রসঙ্গত, কয়েক দিন ধরে গোষ্ঠী কোন্দলে উত্তাল নানুর ৷ অন্যদিকে, বগটুই গণহত্যার বছর পূর্তিতে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দিয়েছিলেন গ্রামবাসীরা৷ বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহির লাল এদিন বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মনকি বাতে শোনেন ৷ সাংসদ শতাব্দী রায় বলেন, "আবার কি প্রশ্ন করবেন ৷ অনুব্রতকে মিস করছি না কাজের ক্ষেত্রে।" কেন মিস করছেন না প্রশ্ন করতেই তিনি বলেন, "মজা করছিলাম।" শতাব্দী আরও বলেন, "কোর কমিটিতে সমস্ত রকম দলীয় বিষয় নিয়ে 2 ঘণ্টা ধরে আলোচনা হল। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও নেই। বগটুইয়ে যে ব্যক্তির কথা আপনারা বারবার বলছে সে কি এত আলোচনার যোগ্য ৷ কেউ যদি চাকরি- সহ সমস্ত সুবিধা নিয়ে অস্বীকার করে, বেইমানি করে সেটাতে আর কি করা যাবে।"
2023-03-27T07:33:46Z