বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে গিয়ে মজাদার এক কাণ্ড ঘটিয়ে বসেন রোহিত শর্মা। বিমানবন্দরে মজার ছলেই এক অনুরাগীর হাতে লাল গোলাপ দিয়ে হিটম্যান তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
মুম্বইয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামেননি রোহিত। শ্যালকের বিয়েতে উপস্থিত থাকতে তিনি এক ম্যাচের ছুটি নিয়েছিলেন জাতীয় দল থেকে। তবে বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে তিনি যোগ দেন ওয়ান ডে স্কোয়াডের সঙ্গে।
দ্বিতীয় ওয়ান ডে খেলতে রোহিত বিমানবন্দরে পৌঁছনোর পরে স্বাভাবিকভাবেই তাঁকে দেখতে ভিড় জমান অনুরাগীরা। এক অনুরাগী সেলফি ক্যামেরা অন করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা রোহিতদের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করছিলেন। রোহিত তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় মুহূর্তের জন্য থমকে তাঁর হাতে লাল গোলাপ ধরিয়ে দেন, যেটি সম্ভবত তাঁকে স্বাগত জানানোর জন্য দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্ট অনুরাগী রোহিতকে ধন্যবাদ জানান। তবে তার পরেই সকলকে চমকে দিয়ে রোহিত মজার ছলে বলে ওঠেন, 'উইল ইউ ম্যারি মি?' আসলে হাতে গোলাপ ধরানোর জন্যই হিটম্যান মজা করে এমন প্রস্তাব দেন। বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হওয়ার পরে তা ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি।
2023-03-19T16:13:53Z dg43tfdfdgfd