'অরিজিতের গান পাতে দেওয়ার যোগ্য নয়'! বিস্ফোরক জনপ্রিয় গায়িকা অনুরাধা

কাশ্মীর থেকে কন্যাকুমারী, জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের জয়জয়কার। অন্যতম সেরা প্লেব্যাক গায়ক হিসাবে সকলের নয়ণের মণি অরিজিৎ। আসুমদ্র হিমাচল ছড়িয়ে পড়েছে তাঁর কণ্ঠের জাদু। সংগীতের রিয়্যালিটি শো ফেম গুরুকূল থেকে খালি হাতে ফিরলেও, সংগীতের দুনিয়ায় আসরটা একেবারে পাকাপাকি জমিয়ে ফেলেছেন জিয়াগঞ্জের অরিজিৎ। তাঁর কনসার্টের জন্য পকেট ফাঁকা করে টিকিট কিনতেও রাজি থাকেন ভক্তরা। কিন্তু, অরিজিৎ সিংয়ের গান মনে ধরে না কিংবদন্তী বর্ষীয়ান সংগীতশিল্পী অনুরাধা পড়োয়ালের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ-কে গানের জন্য রীতিমতো তুলোধনা করলেন আট ও নয়ের দশকের এই শিল্পী।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল 'হেট স্টোরি ২'। ছবিটি বক্স অফিসে সাফল্য না পেলেও গানগুলো কিন্তু, সুপারহিট। হেট স্টোরির ফেমাস গান 'আজ ফির তুম পে...' এর রিমেক ভার্সনে অরিজিৎ-এর কণ্ঠের জাদুতে মজেছিল শ্রোতারা।

কিন্তু, অনুরাধা সাক্ষাৎকারে বলেন, অরিজিৎয়ের ওই রিমেক ভার্সন অত্যন্ত জঘন্য। চোখে জল এসে গিয়েছিল। গান শুনে এতটাই হতাশ যে বারবার নিজের গাওয়া পুরনো গানটা শুনেছিলেন। অরিজিৎ-এর গাওয়া ওই গান ভোলার জন্য কী না করেছেন তিনি...

গানের রিমেক ভার্সন হালফিলের লেটেস্ট ট্রেন্ড। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এই ট্রেন্ড নিয়েই কথা বলেছেন অনুরাধা। তখনই উঠে আসে অরিজিৎ প্রসঙ্গটি। তিনি বলেন, 'আমি মাঝেমধ্যেই নিজের গাওয়াগুলো শুনে থাকি। তবে সবসময়ই যে শুনি এমনটা নয়। যখন শুনি ভক্তিমূলক গানগুলোই বেশি শুনি।'

তিনি আরও বলেন, 'কিন্তু, যখন রিমেক ভার্সন শুনি...বাপরে...আমার তো রীতিমতো ভয় করে। কান্না পেয়ে যাই। সেই সময় আমি নিজের গান চালিয়ে মনকে শান্ত করার চেষ্টা করি। তখন মনে হয়, যাক বাবা, কিছু ভালো গান শুনলাম।' এরপর অরিজিৎ প্রসঙ্গ টেনে কী বললেন তিনি?

অনুরাধার সংযোজন, ' আমাকে একজন আজ ফির তুম পে- এর রিমেক ভার্সনটা শোনার জন্য বলেছিলেন। উনি বলেন যে এটা না কি সুপারহিট গান। কিন্তু, শোনার পরই আমি একেবারে চমকে উঠি। সঙ্গে সঙ্গে ইউটিউবে নিজের অরিজিনাল ভার্সনটা শুনে মনকে শান্ত করি।'

প্রসঙ্গত, ১৯৮৮ সালে দয়াবান ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে আজ ফির তুম পে গানটি গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল ও পঙ্কজ উদাস। ২৬ বছর পর হেট স্টোরি ২-তে সেই গানের রিমেক ভার্সন শুনে মনে হয়েছিল তাঁর গান যেন পাতে দেওয়ারই যোগ্য নয়।

১৯৭৩-এ অমিতাভ বচ্চনের অমিতাভ বচ্চনের ছবির গান দিয়ে সংগীতজগতে হাতেখড়ি হয়েছিল অনুরাধার। এরপর বলিউডের একাধিক আইকনিক গানে অনুরাধার কণ্ঠের জাদু মুগ্ধ করেছিল সংগীতপ্রেমী মানুষদের।

2023-05-20T03:57:30Z dg43tfdfdgfd