বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ছিলেন সুচন্দ্রা দাশগুপ্ত। কাছের লোকেরা ডাকতেন 'ঝিনুক' বলে। ২০ মে রাতে বাইক দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তাঁর। টেলিউডের সতীর্থরা জানিয়েছেন, ফ্লোরে 'শান্ত মেয়ে' হিসেবেই পরিচিত ছিলেন সুচন্দ্রা। অমায়িক এই শিল্পী কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় ছিলেন। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক রিল ভিডিয়ো আপলোড করেছিলেন তিনি। ট্রেন্ডিং ওই রিলের সবক'টিই ছিল ভালোবাসাকে কেন্দ্র করে।
লাল রঙের কুর্তি পরে ওই রিলগুলি শ্যুট করেছিলেন সুচন্দ্রা। প্রথম রিলে তাঁকে প্রেম সংক্রান্ত একটি শায়েরি বলতে শোনা যাচ্ছে। দ্বিতীয় ভিডিয়োতে ট্রেন্ডিং এক ডায়ালগ বলেছেন তিনি। ওই ডায়ালগেও কিন্তু ভালোবাসার ছোঁয়া ছিল।
শোকে বিহ্বল স্বামীসুচন্দ্রার মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর স্বামী দেবজ্যোতি সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শেষবার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। বাড়ি ফিরে ফোন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রী। কিন্তু, আর ফেরা হল না।
উল্লেখ্য, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুধু ভালোবাসাই নয়, পজিটিভিটিও রয়েছে। গত সপ্তাহেও কখনও শ্যুটিং সেট থেকে ছবি শেয়ার করেছেন তিনি। কখনও আবার বাড়ি থেকেই রিল ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। প্রত্যেক পোস্টেই তাঁর মুখের হাসি অমলিন।
ঘুরতে ভালোবাসতেন টেলি অভিনেত্রীটেলি অভিনেত্রী যে ঘুরতে ভালোবাসতেন, সেটাও তাঁর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলে বোঝা যায়। সম্প্রতি পুলের জলে ডুব দেওয়ার একাধিক ভিডিয়োও পোস্ট করেছেন তিনি। শুধু দেশে নয়, বিদেশেও ঘুরতে যেতেন সুচন্দ্রা। কিছুদিন আগেই আমেরিকা সফরের ছবিও আপলোড করেছিলেন তিনি।
সুখী ছিলেন সুচন্দ্রাসুচন্দ্রার মিষ্টি হাসিই জানিয়ে দেয়, জীবনে সুখী ছিলেন তিনি। ২০২১ সাল থেকে অভিনয় জগতে স্ট্রাগল করছিলেন। পরিশ্রম করতে ভয় পেতেন না। যুক্ত হয়েছিলেন এক নাট্যদলের সঙ্গেও।
অতীতে বেসরকারি সংস্থায় চাকরি করতেন সুচন্দ্রা। তবে অভিনয়ের প্রতি প্যাশনেট ছিলেন। তাই চাকরি ছেড়ে বিনোদন জগতে কাজ শুরু করেন। একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। শেষবার গৌরী এল ধারাবাহিকে কাজ করেছেন।
কী ভাবে দুর্ঘটনার শিকার সুচন্দ্রা?পুলিশ সূত্রে খবর, নাটকের শো সেরে অ্যাপ মারফত বাইক বুক করেছিলেন তিনি। যাচ্ছিলেন সোদপুরে। সেখানেই তাঁর বাপের বাড়ি। বরানগরের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যার জেরে মারা যান গৌরী এল খ্যাত এই অভিনেত্রী। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া বাংলার বিনোদন জগতে।
2023-05-21T11:58:05Z dg43tfdfdgfd