SAYANI GUPTA: বলিউডের বঙ্গ তনয়া এবার টলিউড ডেবিউ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'অসুখ বিসুখে' সায়নী গুপ্ত

অভিনেত্রী সায়নী গুপ্ত তাঁর অভিনয়ের পাশাপাশি অনন্য শৈলীর জন্য ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাঁর অভিনয় দক্ষতা এবং অন্যরকম চেহারার জন্য সর্বত্র পরিচিত তিনি। সায়নীর মার্গারিটা উইথ আ স্ট্র, পার্চড, বার বার দেখো, জলি এলএলবি টু, আর্টিকেল 15, প্যাগলাইট, ফোর মোর শট প্লিজ, শেরডিল: পিলিভিট সাগা এবং সম্প্রতি জুইগ্যাটো। একের পর এক অনবদ্য চরিত্রে তাঁর অভিনয়ে মুগ্ধ সকলেই। অভিনেত্রীর পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ তাঁকে OTT play Change makers পুরস্কারে 'বছরের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তারকা' হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে এবার একেবারে অন্যরূপে ধরা দেবেন অভিনেত্রী।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে এবার দেখা যাবে অভিনেত্রীকে। বলা ভালো এই ছবির হাত ধরেই তাঁর টলিউডে পদার্পণ। ‘অসুখ বিসুখ’ নামের ছবিটি যেন একেবারে জীবনের অন্যধারার গল্প বলবে। ছবিটিতে একঝাঁক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকার মাঝে দেখা যাবে সায়নীকে। পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, অঙ্কুশের পাশাপাশি সায়নীও এক অন্য মুখ এই ছবির ক্ষেত্রে। এছাড়াও ছবিতে লাবণী সরকার ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদেরও দেখা যাবে।

খানিক পারিবারিক ছোঁয়া যেমন রয়েছে, তেমন হাসির রসদও মিলবে এই ছবিতে। ইন্দ্রদীপ দাশগুপ্ত ছবির সংগীত পরিচালনার দায়িত্বে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ছবির চিত্রনাট্য লেখার জুটি। কৌশিক গঙ্গোপাধ্যায় ও পুত্র উজান দু’জনে মিলে এই ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন। এই গল্পে সায়নীর উপস্থিতি যে খানিক চমকে দেওয়ার মতো তা অন্ততঃ বোঝাই যাচ্ছে।

এর আগেও বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীকে টলিউডের নানা ঘরানার সিনেমায় দেখা গিয়েছে। এর আগে পরিচালক অরিন্দম শীলের খেলা যখন ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। তবে সেই ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি সায়নীর। তবে সায়নীর চরিত্র নিয়ে অত্যন্ত আশাবাদী পরিচালক। টলিউডে পা রেখেও যে একইভাবে দাপিয়ে কাজে ছাপ রাখতে পারবেন অভিনেত্রী, তা বিশ্বাস অনেকদেরই। ছবির মহরৎও হয়ে গিয়েছে ইতিমধ্যে। কলকাতার পাশাপাশি আরও বেশকিছু জায়গায় হবে ছবির শ্যুটিং।

সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা সায়নী বলেছিলেন, ‘এটি খুবই স্পেশ্যাল আমার কাছে। আরও বেশি করে কারণ আমি এটি পেয়েছি অশ্বথ ভাটের হাত থেকে। যিনি FTII তে আমার শিক্ষক ছিলেন। আমার বন্ধু এবং সহপাঠী ভুবন অরোরা ঠিক সামনে বসেছিলেন পুরস্কার গ্রহণের সময়। তারপর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। আমি তাঁর সব অভিনয় দেখেই বড় হয়েছি। আমি ভীষণই সম্মানিত।

2023-05-24T16:44:21Z dg43tfdfdgfd