বট সাবিত্রী ব্রত কবে? একাধিক শুভযোগে ৪ রাশির সুসময় শুরু

বট সাবিত্রী ব্রত যারা পালন করেন তাদের জীবনে কখনোও অসুবিধা হয় না। আর্থিক দিকে অসুবিধা থাকে না। তারা ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ পেয়ে থাকেন। এদিন তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। এই সময় কোন কোন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, দেখুন। জ্যোতিষশাস্ত্রে বট সাবিত্রী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে, বলা হয় বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত রাখেন। এদিন উপবাস করে দেবতার পুজো দেওয়া খুব শুভ পালন করে থাকেন। হিন্দু ধর্মে এই ব্রতের অনেক গুরুত্ব রয়েছে। 

আরও পড়ুনঃ বিপরীতমুখী হচ্ছে শনি, ৫ রাশির কপালে দুঃখের যোগ, সাবধান

মেষ (Aries)

সাফল্যের সময় শুরু হবে। অত্যন্ত শুভ এই সময়। আপনি জীবনে খুব সফলতা লাভ করতে পারবেন। শরীর সুস্থ থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার।

কুম্ভ (Aquarious)

জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরুন।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন। আপনারা সকল কাজেই সফলতা পাবেন। শুধু তাই নয় ব্যবসায়ে সাফল্য মিলবে আপনাদের। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনার যে চাকরির জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন সেই চাকরিটার হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।ব্যবসায় লাভ হবে সন্তানের জন্য সুখবর আসতে পারে। 

তুলা (Libra)

জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিকে খুব লাভ হবে। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। সেখান থেকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন।হঠাৎ করে আপনার কোথা থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

মিথুন (Gemini)

রাশি ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। আপনার জীবনে সুখবর আসবে। কর্মজীবনে যে বাধা ছিল সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন।আপনি যে কাজ করবেন সেখানেই সফলতা পাবেন। চাকরিতে সাফল্য অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। যে কোন কাজের জন্য সুখবর পেতে পারেন আপনিও।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনের সাফল্যের সময় শুরু হবে। ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন।

2023-05-19T10:40:43Z dg43tfdfdgfd