Uttar 24 Parganas : নিজের সংসদীয় কেন্দ্রে দাঁড়িয়ে বিরোধীদের মারার নিদান দিয়ে এবার বিতর্ক তৈরি করলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনে বিরোধী যে দলই ভোট চাইতে আসুক বাঁশ কঞ্চি নিয়ে তাড়া করবেন। তাঁরা বাংলার জন্য কিছু করেনি। ২০০টি নৌকা ডুবে গিয়েছে ২০২১ সালে, আর ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পুরো ডুববে”। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের সোলাদানা স্কুল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের প্রস্তুতি সভায় এসে এমন বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ নুসরত জাহান।
তিনি বলেন, “২০১৯ সালে আমি জিতেছি। তারপর যতবার বাংলার জন্য দিল্লিতে চাইতে গিয়েছি কিছুই দেয়নি। কেন ভোট দেবেন ওদের! একটা ভুল করলে বারবার ভুল হবে। যারা বাংলার উন্নয়ন করেনি, তাদেরকে বাঁশ নিয়ে তাড়া করুন। কংগ্রেস BJP- CPIM যে দলই আসুক না কেন। কিসের জন্য ভোট চাইতে আসবে”!
রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নাম না করে তিনি বলেন, “দুদিন আগে একজন এখানে এসেছিলেন, তাঁকেও ছাড়বেন না”। নুসরত আরও বলেন, “তৃণমূলের সঙ্গে যখন রাজনৈতিক লড়াই করতে পারছে না, ED CBI দিয়ে ষড়যন্ত্র করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে”।
পাশাপাশি জন জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই বসিরহাটে আসবে জানিয়ে তিনি বলেন, “দলের স্বচ্ছ সৎ ভাবমূর্তি ওয়ালা কর্মী আগামী দিনে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাবেন”। দুর্নীতিগ্রস্তদের দলে কোনও জায়গা নেই প্রকাশ্য খোলা মঞ্চে তিনি এই কথা বলেন। তিনি বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন। জোট বাঁধুন।
যে দলই ভোট চাইতে আসুক না কেন ঘরের মা বোনেরা ছেলেরা বাঁশ কঞ্চি রেডি করে রাখবেন। ঘরে আসলে তাড়া করবেন। ২০২১ সালে বাইরের রাজ্য থেকে এসে বলেছিল না ‘আব কি বার ২০০ পার’ সেই নৌকার তরী আপনারা ডুবিয়ে দিয়েছেন”। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট নেতারা।
তাঁরা মঞ্চে বসে থাকার পরেও সাংসদ একের পর এক বিতর্কিত মন্তব্য করেন। পাশাপাশি এও বলেন, “হেরে যাওয়ার পরে তোমাদের বড় জ্বালা হয়েছে। তোমরা বাংলাকে বঞ্চনা করছ। একশো দিনের কাজের টাকা আটকে দিচ্ছে। আগামী পঞ্চায়েতে নির্বাচনে ওদেরকে আবার ডুবিয়ে দেবেন”।
2023-05-22T06:55:44Z dg43tfdfdgfd