কলকাতা: কয়েকদিন ধরে বেশ হইচই। প্রেমের টানে দুটি মেয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখেছে। নিজেরা হিন্দু মতে মন্দিরের গিয়ে বিয়ে করেছে।এই ঘটনা ছড়িয়ে পড়ার পর রীতিমতো আলোড়ন পড়ে গেছে চারিদিকে।সমর্থনের তুলনায় সমালোচনার ঝড় প্রবল গতিবেগে আছড়ে পড়ছে ওদের ওপর। প্রথমটা দু’জনে বেশ বুক ফুলিয়ে বিষয়টিকে নিয়েছিল।আস্তে আস্তে তারাও সমালোচনার চাপে ম্রিয়মাণ হচ্ছে। তবে এখন তারা দু’জনে স্বামী স্ত্রী হিসাবে সংসার করছে উত্তর কলকাতার বাগুইহাটি এলাকাতে।
মৌমিতা মজুমদার(১৯) এবং মৌসুমী চৌধুরী(২৭) দু’জনে বিয়ে করেছে।সেই বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। কিন্তু কেন দুটি মেয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল ? বিয়ে করল? সেই প্রশ্নে,তাদের বক্তব্য তারা দু’জন দু’জনকে ভালবাসে। তবে যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে ।সেখানে দুটি নারী একটি সংসার বাঁধবে সাহস তো অনেকটাই প্রয়োজন । অনেকে এটা জেনে সাধুবাদ দিচ্ছেন। আবার কেউ করছেন সমালোচনা!
আরও পড়ুন: জন্মদিনে মিথিলা হলেন ‘মেঘলা’! সঙ্গে অর্ণব! তবে কী নাম বদল! বিরাট চমক
এই বিষয়ে মৌসুমী বলেন, তার অল্প বয়সে বিয়ে হয়েছিল । দু’টি কন্যা সন্তান রয়েছে। স্বামী নেশাগ্রস্ত ছিল ,তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর নানা পুরুষের সঙ্গে ভালবাসা, ভরসা প্রতারণার অভিজ্ঞতা। তাই সে আর পুরুষকে বিশ্বাস করে না। তাই বাঁচতে গেলে দু’জন দরকার। একে অন্যের পরিপূরক হয়ে তাই ওদের এই বিয়ের সিদ্ধান্ত।
আরও পড়ুন: ‘আমার সিকিউরিটির থেকে মানুষের জীবন দামি!” মানবিক অভিষেক! যা ঘটল পুরুলিয়ার সভায়!
বিয়ে মানে যে, একটা ছেলে -মেয়ে, যৌনতা ! এরা যেন রীতিটাকে ভেঙে দিল! দু’জনের রোজগার সেরকম নয় । একজনের বয়স অর্থাৎ স্বামী যিনি হয়েছেন ,সেই মৌমিতার বয়স ১৯ বছর। তবু ওরা চায় সমকামীদের বিয়ে নিয়ে যাতে আইন পাশ হয়। তারা যাতে চিরজীবন একসঙ্গে নির্বিঘ্নে বসবাস করতে পারে। মৌমিতার প্রথম থেকেই পুরুষদের প্রতি অনিহা ছিল।তার একটাই বক্তব্য পুরুষের সঙ্গে থাকলে মারধর থেকে আরম্ভ করে অত্যাচারের মত ঘটনা ঘটে।এক্ষেত্রে ওগুলোর কিছু হবে না। তাই একে অপরের হাত ধরে এগোতে চায় ওরা!
SHANKU SANTRA
2023-05-25T18:24:07Z dg43tfdfdgfd