BARRACKPORE SHOOTOUT: বিয়ে হয়েছিল মাসছয়েক আগে, জামাইষষ্ঠীর দিন ব্যারাকপুরে খুন হয়ে যাওয়া যুবকের শ্বশুরবাড়িতে শুধুই হাহাকার

গত ডিসেম্বরেই নীলাদ্রি-ঐন্দ্রিলার চার হাত এক হয়েছিল! প্রথমে প্রেম, তারপর বিয়ে। কিন্তু ৬ মাসেই থেমে গেল একসঙ্গে পথ চলা। বৃহস্পতিবার ছিল প্রথম জামাই ষষ্ঠী। বিয়ে হয়েছিল মাসছয়েক আগে, জামাইষষ্ঠীর দিন ব্যারাকপুরে খুন হয়ে যাওয়া যুবকের শ্বশুরবাড়িতে শুধুই হাহাকার। একই সঙ্গে খালি হয়ে গেল মায়ের কোল। চলে গেল দিদির ভাই। ভেঙে চুরমার হয়ে গেল বাবার স্বপ্ন!!

ইতিহাসের শহর ব্য়ারাকপুর। সেই ব্য়ারাকপুরেই জনবহুল এলাকায় সোনার দোকানে শ্য়ুটআউট। মাত্র ২৭ বছর বয়সে শেষ হয়ে গেল তরতাজা এক প্রাণ। সাম্প্রতিককালে একাধিক দুষ্কতী তাণ্ডবের সাক্ষী থেকেছে ব্য়ারাকপুর শিল্পাঞ্চল। কখনও বিরিয়ানির দোকানে গুলি, কখনও কলেজ পড়ুয়া খুন, কখনও পাড়ার মধ্য়ে তৃণমূল কাউন্সিলরকে গুলি, কখনও আবার বিটি রোডের ওপর বিজেপি নেতা খুন। কমিশনারেট তৈরির পরেও বন্ধ হচ্ছে না দুষ্কৃতী-রাজ! ঘরে ঘরে যখন শঙ্খধ্বনি, উলুধ্বনিতে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করছেন শ্বশুর-শাশুড়িরা, তখন ব্যারাকপুরের মুক্তোপুকুরের মান্নাবাড়িতে ফুঁপিয়ে কান্নার শব্দ! মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের অপারেশন। অকালে শেষ হয়ে গেল ২৭ বছরের এক তরতাজা তরুণের প্রাণ! কিন্তু, কে মারল? কেন মারল? কোথায় গেল দুষ্কৃতীরা? একদিন পেরোলেও, এখনও অন্ধকারে পুলিশ! প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুঠের উদ্দেশ্যেই হানা দিয়েছিল দুষ্কৃতীরা। যেভাবে সামান্য় সময়ের মধ্য়ে অপারেশন শেষ হয়েছে, তাতে মনে করা হচ্ছে নেপথ্যে কোনও পেশাদার গ্য়াং রয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভির হার্ডডিস্ক সংগ্রহ করে তারা। 

আরও পড়ুন :

শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

২০১৪ সালে উচ্চ মাধ্য়মিক, তারপর ব্য়ারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে জিওগ্রাফিতে অনার্স, দুষ্কৃতীদের হাতে অকালে চলে যেতে হল নীলাদ্রিকে। স্ত্রীর সঙ্গে তাঁর পরিচয় সেই স্কুলবেলা থেকে। নীলাদ্রির পছন্দের মাছ, পছন্দের মিষ্টি, সমস্ত আয়োজন সারা ছিল জামাইষষ্ঠী উপলক্ষ্যে ! কিন্তু, বুধবারের সন্ধেয় যে কালবৈশাখী বইল, তাতে উজাড় ঐন্দ্রিলার সুখের সংসার! মেয়ে-জামাইয়ের বৈবাহিক সম্পর্ক যাতে আজন্ম অটুট থাকে, জামাই যাতে দীর্ঘায়ু হন, জামাই ষষ্ঠীতে সেই কামনা করেন শ্বশুর-শাশুড়িরা। কিন্তু, ব্যারাকপুরের মুক্তোপুকুরের মান্না পরিবার চোখের জলে প্রার্থনা করছেন, এমন দিন যেন ঘোর শত্রুকেও না দেখতে হয়! ভালবাসার মানুষটা চিরতরে হারিয়ে গেছে! ঐন্দ্রিলার পৃথিবী আজ অন্ধকার!

2023-05-26T02:50:04Z dg43tfdfdgfd