CELESTIAL MONSTER STAR : সূর্যের চেয়েও ১০ হাজার গুণ বড়! মহাকাশে দেখা মিলল 'সেলেস্টিয়াল মনস্টার' নক্ষত্রের

এক বছরের বেশি সময় হয়ে গেছে আধুনিক প্রজন্মের জেমস ওয়েব স্পেশ টেলিস্কোপ মহাকাশে পাঠিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশ প্রদক্ষিণের সময় 'সেলেস্টিয়াল মনস্টার' নক্ষত্রের প্রমাণ খুঁজে পেল টেলিস্কোপ। মহাকাশে লুকিয়ে থাকা এই নক্ষত্রগুলি ভর সূর্যের ৩০০ গুণ বেশি হলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ইউরোপের একদল মহাকাশ বিজ্ঞানী জানিয়েছেন, এই "সেলেস্টিয়াল মনস্টারগুলি শুধু ভরে বেশি নয়, সেই সঙ্গে এক একটি ১০ হাজার সূর্যের সমান বলে জানিয়েছেন তাঁরা।" এই সংক্রান্ত তথ্য গত ৫ মে বিজ্ঞান ভিত্তিক জার্নাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে প্রকাশ করা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন এই ধরনের লক্ষ লক্ষ 'সেলেস্টিয়াল মনস্টার' মহাকাশে লুকিয়ে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক কোরিন চারবোনেল বলেছেন, এই ধরনের নক্ষত্রের হদিশ মেলায় মহাকাশ বিজ্ঞান গবেষণায় নতুন যুগের সূচনা হল। আর এটা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো ছবিতে ধরা পড়েছে বলেছে জানান।

তিনি বলেন, 'সেলেস্টিয়াল মনস্টার' নক্ষত্র সূর্যের তুলনায় ৫ হাজার থেকে ১০ হাজার গুণ বড় এবং পাঁচ গুণ বেশি গরম। এর আগে, গত বেশ কয়েক দশক ধরে মহাকাশবিজ্ঞানীরা গ্লোবুলার ক্লাস্টার নামে পরিচিত বিভিন্ন নক্ষত্রের গঠনের বিশাল বৈচিত্র লক্ষ্য করেছিলেন। গ্লোবলার ক্লাস্টারগুলি প্রায় প্রতিটি গ্যালাক্সিতে পাওয়া যায়।

এই ক্লাস্টারগুলির কয়েকটি মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্রের আবাসস্থল বলে জানান তাঁরা। এগুলি প্রথম মহাবিশ্ব সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করতে পারে বলেও জানিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা আরও জানিয়েছিলেন যে এই গ্লোবুসলার ক্লাস্টারের আয়ুষ্কাল ১০ থেকে ১৩ বিলিয়ন বছরের মধ্যে।

এই নক্ষত্রগুলি সনাক্ত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। কারণ, পারমাণবিক ফিউশনের জন্য দ্রুত পুরে যায় এগুলি। প্রসঙ্গত, চলতি বছরে জানুয়ারি মাসে আধুনিক প্রজন্মের জেমস ওয়েব স্পেশ টেলিস্কোপের মাধ্যমে হুবুহু পৃথিবীর মতো দেখতে একটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল।

গ্রহটির ব্যাস পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ। অন্যান্য গ্রহের তুলনায় এটি আবার পৃথিবীর খুব কাছে অবস্থিত বলে জানিয়েছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। টেলিস্কোপে ধরা পড়া নতুন গ্রহটি পৃথিবীর থেকে মাত্র ৪১ আলোকবর্ষ দূরে বলে জানানো হয়।

ইতিমধ্যে নতুন গ্রহটি নিয়ে শুরু হয়েছে গবেষণা। এই ধরনের অনেক গ্রহ যে সৌরজগতে রয়েছে, তা নিয়ে নিশ্চিত বিজ্ঞানীরা।

2023-05-22T11:45:56Z dg43tfdfdgfd