Murshidabad News : রাজ্যের কোনায় কোনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সাধারণ মানুষের কাছে বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছিল। এতদিন এই গোষ্ঠীকোন্দল বেশ উপভোগ করছিলেন বিরোধী দলের নেতা কর্মীরাও। কিন্তু এই গোষ্ঠীকোন্দল এবার প্রাণঘাতী হয়ে দাঁড়াল। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মুর্শিদাবাদে তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য ছড়াল। মৃত তৃণমূল নেতার নাম মনিরুল মুন্সি (৪২)। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ মুর্শিদাবাদের নওদা থানার রাজপুর গ্রাম এলাকায়। ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন বেশ কয়েকজন।
আহতরা ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, গ্রামের কাঁচা রাস্তা তৈরি নিয়ে গণ্ডগোল বাঁধে নওদার তৃণমূল বিধায়ক গোষ্ঠীর লোকজন ও ব্লক সভাপতির গোষ্ঠীর লোকজনের মধ্যে।
দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। তারপর রড, লাঠি, ইট নিয়ে শুরু হয় দুই পক্ষে মধ্যে ব্যাপক মারধর। একে ওপরকে সবাই ব্যাপক ভাবে লাঠি রড দিয়ে মার দিতে থাকে। এই ঘটনায় আহত হন দুই পক্ষের প্রায় ৭ থেকে ৮ জন ব্যক্তি। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মনিরুল মুন্সি নামে এক ব্যক্তির। মৃত মনিরুল মুন্সি নওদার তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজের গোষ্ঠীর লোক বলেই জানা গিয়েছে। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাঁরা নওদার ব্লক সভাপতি সফিউর জামান শেখ ওরফে হাবিব মাস্টারের গোষ্ঠীর বলে জানা গিয়েছে।
নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউর জামান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। এর আগে নদিয়ার তৃণমূল নেতা খুনেও নাম জড়িয়েছিল সফিউর জামানের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।
এই বিষয়ে মৃত মনিরুল মুন্সীর ছেলে সুমন মুন্সি অভিযোগ করে বলেন, “রাস্তা নিয়ে বিবাদের জেরে এই কাণ্ড। আমরা চেয়েছিলাম রাস্তাটা হোক, তাতে সব মানুষের ভালো হবে। সবাই যাতায়াত করতে পারবেন। কিন্তু ওদের সেটা সহ্য হল না। কিছুতেই ওরা গ্রামের কাঁচা রাস্তাটা পাকা করতে দিতে চাইছিল না।
এদিন হঠাৎ ওরা লাঠি রড নিয়ে আক্রমণ করে আমাদের। আমাদেরও পালটা মার দিতে হয়। সেই সময় আমার বাবাকে ওরা ব্যাপকভাবে মারধর করে। হাসপাতালে নিয়ে আসার পরে উনি মারা যান”। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আজকেও চাপা উত্তেজনা রয়েছে।
2023-05-26T04:28:44Z dg43tfdfdgfd