VIRAT KOHLI NAVEEN UL HAQ: বিরাটের কাছে ক্ষমা? নবীনের নামে ভুয়ো টুইটে শোরগোল

২০২৩ সালের IPL-এর আগে নবীন উল হককে চিনতেন হাতে গোনা ক্রিকেট সমর্থকরা। কিন্তু একটা ম্যাচ তাঁর জনপ্রিয়তার মোড় ঘুরিয়ে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের মধ্যে ম্যাচে বিরাট কোহলির সঙ্গে বিতর্কে জড়িয়ে তিনি শিরোনামে চলে গিয়েছেন। এরপর তিনি একেরপর এক পোস্ট করে আরও আলোচনায় এসেছেন।

ভারতের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির সঙ্গে নবীন উল হকের এই বিবাদ মোটেও ভালোভাবে নেননি সমর্থকরা। বিশেষ করে ম্যাচের পরেও নবীন যেভাবে বিষয়টাকে টেনে নিয়ে গিয়েছেন তা ভালো বার্তা যায়নি। এইজন্য কলকাতা থেকে চেন্নাই যেখানেই নবীন খেলেছেন সেখানেই তাঁকে দেখে শোনা গিয়েছে কোহলি কোহলি বলে চিৎকার। তিনিও নিজের কানে হাত দিয়ে পাল্টা প্রতিবাদ করেছেন এই ঘটনাটির।

এবার এই ঘটনার পর বিরাট কোহলির কাছে ক্ষমা চাইলেন নবীন। নবীন উল হক নামে একটা টুইটার অ্যাকাউন্টের পোস্ট অনুযায়ী তেমনটাই মনে হয়েছিল সমর্থকদের। তবে এই ভুলটা ভাঙতে বেশিক্ষণ সময় লাগেনি সমর্থকদের। দেখা যায় অ্যাকাউন্টটা ভুয়ো। অর্থাৎ, নবীন উল হকের নামে একটি অ্যাকউন্ট খুলে বিরাটের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। যেহেতু নবীনের টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক নেই তাই ঠিক ভুলের মধ্যে পার্থক্য করা সম্ভব হয়নি। তবে দেখা যায় ভুয়ো অ্যাকাউন্ট ছিল সেটি।

কী পোস্ট করা হয়?

অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট করা হয়। প্রথম টুইটটিতে লেখা হয়, 'সরি বিরাট কোহলি স্যর, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কথা দিচ্ছি আমি আর এই ভুলটা করব না।' এরপর নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির বিবাদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'আমি ক্ষমাপ্রার্থী।' এরপর একেরপর এক পোস্ট করে বিরাটের কাছে ক্ষমা চাওয়া হয় সেই অ্যাকাউন্ট থেকে।

IPL থেকে বিদায় নেওয়ার পর LSG-র প্লেয়াররা যে যার নিজের গন্তব্যে চলে গিয়েছেন। নবীন উল হক চলে গিয়েছেন দুবাইতে। তিনি দুবাইতে গিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। এরপর ২ জুন থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। পুরো সিরিজ খেলা হবে শ্রীলঙ্কাতে। তবে এই সিরিজে সুযোগ পাননি নবীন উল হক। তাঁকে আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে কি না তা নিশ্চিত নয়।

2023-05-25T11:15:47Z dg43tfdfdgfd